সিলেটে ৬ থানা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ | আপডেট: ৪ মাস আগে

সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৬টি থানার আহবায়ক কমিটি ঘোষণা করেছে মহানগর বিএনপি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মহানগর বিএনপির কোতোয়ালী, বিমানবন্দর, শাহপরাণ (রহ.), জালালাবাদ, দক্ষিণ সুরমা ও মোগলবাজার থানা কমিটি ঘোষণা করা হয়েছে।

কোতোয়ালী থানা কমিটির আহবায়ক হলেন, ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্য সচিব সোয়েব আহমদ। বিমানবন্দর থানা কমিটির আহবায়ক আব্দুল কাদির সমসু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা। শাহপরাণ থানা কমিটির আহবায়ক আব্দুল মুনিম ও সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু। জালালাবাদ থানা কমিটির আহবায়ক শহীদ আহমদ ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ। দক্ষিণ সুরমা থানা কমিটির আহবায়ক ডা. এনামুল হক ও সদস্য সচিব মকসুদ আহমদ। মোগলবাজার থানা কমিটির আহবায়ক আব্দুল হাসনাত ও সদস্য সচিব জামাল আহমদ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি