সিলেটে ইসলামী ছাত্রশিবিরের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১ সপ্তাহ আগে

ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে সিলেটে ‘গণমিছিল’ করেছে মহানগর ছাত্রশিবির।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২ টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে ‘গণমিছিল’ শুরু হয়ে চৌহাট্রা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্টিত হয়েছে। এসময় মিছিলটিতে হাজারো শিক্ষার্থী অংশ নেয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপত্বিতে, মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুর পরিচালনায় ‘গণমিছিল’ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্য শরীফ মাহমুদ বলেন, ‘আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যে গনঅভ্যুত্থান হয়েছে ছাত্রজনতার রক্ত নদী পেরিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু সেই বাংলাদেশে এখন পর্যন্ত খুনিদের বিচার আমরা লক্ষ্য করিনি। প্রয়োজনে বাংলাদেশের লক্ষ ছাত্রজনতা আবার রক্ত দিবে, কিন্তু বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবেনা। যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ কে বাংলাদেশে পুনরায় পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা জাতীর কাছে মীরজাফর হিসেবে ইতিহাসে নাম লেখাবেন।’

সভাপতির বক্তব্য শাহীন আহমদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতির বিচার করতে হবে। যদি অন্তর্বতীকালনী সরকার বিচার না করে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো। নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্মসূচি ঘোষনা দিয়ে যে দুঃসাহস করেছে তাদের এ দুঃসাহস দুঃস্বপ্নে পরিনত হবে। যারা নতুনভাবে ফ্যাসিবাদ কায়েম করার পথ বেছে নিচ্ছেন তাদের কেও ছাত্রজনতা প্রতিহত করবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, সিলেট জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াসসহ মহানগরের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি