সব
সিলেটে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতাররে জন্য পুলিশকে ৩দিন সময় দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেন ব্যবসায়ী নেতারা।
নগরীর জিন্দাবাজারের আল হামরা শপিং সিটির একটি স্বর্ণের দোকান থেকে আড়াইশ ভরি সোনা চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে এই আলটিমেটাম দেওয়া হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা দায়ের ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবর স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার বা স্বর্ণ উদ্ধার হয়নি।
এসময় মানববন্ধনে বাজুস সিলেট জেলা সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগর বলেন, মামলা দায়েরের পর দফায় দফায় আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। শুধু বলা হচ্ছে, তাদের কাজ অনেক দূর এগিয়ে গেছে। জড়িতদের তারা শনাক্ত করে ফেলেছেন, শিগগিরই গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যত অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই এই চক্রকে ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলো। ডাকাতদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ ঘটনার আগেও সিলেটে এরকম ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যায়নি। শুধু জুয়েলারি ব্যবসায়ীদের ক্ষেত্রে এমনটা হচ্ছে কেন? স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে চুরি, ডাকাতির কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। তাই ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চোরদের শনাক্ত করা গেছে। কিন্তু তারা বার বার স্থান পরিবর্তন করায় তাদের ধরতে বেগ পেতে হচ্ছে। আশা করি শিগগিরই গ্রেফতার করা সম্ভব হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি