সিলেটে যাত্রা শুরু হলো করলো ইয়ং ক্লাইমেট নেটওয়ার্ক

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

সিলেটে উদ্বোধন হলো তরুণ জলবায়ু কর্মীদের সংগঠন ইয়ং ক্লাইমেট একশন নেটওয়ার্ক-ইউ কেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল চারটায় সিলেট প্রেসক্লাবের হল রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি জনাব ইকরামুল কবির ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহাদাত চৌধুরী ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউ ক্যান এর প্রধান নির্বাহী ও জাতিসংঘের যুব উপদেষ্টা যুধিষ্ঠির বিশ্বাস।

বক্তব্য রাখেন, ইয়াং ক্লাইমেট একশন নেটওয়ার্ক (ইউকেন) এর কো-অর্ডিনেটর পূর্নিমা রানী, মোশাহিদ মজুমদার প্রমুখ।

ইউ ক্যান এর উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট,হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার তরুণ জলবায়ু কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি