সিলেটে সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন।

অভিযুক্ত সদস্যে আজমল হোসেন তিনি সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাঁকে শোকজ করার বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন। এর আগে দুপুর দুইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে শোকজের নোটিশ প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শ পরিপন্থী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করে শোকজ জারি করা হলো।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজমল হোসেন বলেন, এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি এবং তাঁর সহকর্মীরা সব সময়ই সোচ্চার থাকেন। তাঁর ধারণা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরাই এমন অভিযোগ করে থাকতে পারেন। চাঁদাবাজির ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। শোকজের নোটিশ তিনি ফেসবুকে দেখেছেন, তবে ব্যক্তিগতভাবে তাঁর হাতে কোনো নোটিশ পৌঁছায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন বলেন, আমরা নোটিশ দিয়ে তাঁর (আজমল হোসেন) বক্তব্য জানতে চেয়েছি। আমাদের কাছে যে অভিযোগ আসছে, সে বিষয় যাচাই করতেই তাঁর বক্তব্য জানতে চেয়েছি। তাঁর বক্তব্য জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি