সিলেট চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে

সিলেটে পুলিশের পৃথক অভিযানে অটোরিকশা চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ দিনে নগরীর সোবহানীঘাট ও উপশহর এলাকা থেকে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে অটোরিকশা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তারা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আশিক উদ্দিন (৪০), কুমিল্লা জেলার লাকসাম থানার কলদুরগ্রাম (হরিশচর বাজার)-এর বিল্লাল আহমেদের ছেলে জয়নাল আহমেদ (২৯) ও সিলেট মহানগরের শাহজালাল উপশহর ২ নং রোডের এইচ ব্লকের মমতাজের বাসার ভাড়াটে রিয়া আক্তার (১৯)। তাদের দেওয়া তথ্যমতে পরে চুরিকৃত অটোরিকশাটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ির উঠান থেকে উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে দুজন ও পরদিন (২১ জানুয়ারি) বিকালে শাহজালার উপশহর থেকে একজনকে গ্রেফতার করা হয়। গত ১৮ জানুয়ারি সকালে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাহজালাল সিএনজি পাম্প হতে নাঈম আহমেদ বিজয় (২৫) নামে একজনের সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়ে যায়। ঘটনার পর নাঈম আহমদ বিজয় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। চুরির ২ দিনের মাথায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের পৃথক অভিযানে অটোরিকশা চোর চক্রের নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরো ৩ থেকে ৪ জন জড়িতে রয়েছেন। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি