সব
হিম হিম শীতে সিলেটে উষ্ণতা ছড়াতে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। পিঠা উৎসবের প্রথম দিন নারী ও শিশুদের ছিলো উপচেপড়া ভিড়। শিশুরা পিঠা উৎসবে এসে নতুন নতুন পিঠার নাম জেনে আনন্দ প্রকাশ করে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সিলেট নগরীর পুলিশ লাইন্স স্কুলে সিলেট উইমেন্স চেম্বার অব কর্মাস আয়োজিত ২ দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন হয়েছে।
সিলেট উইমেন্স চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির চলতি দায়িত্বপ্রাপ্ত সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার সভাপতিত্বে ও নাজনীন আক্তার আশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পিঠা উৎসবের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও সিটিএসবি) এহশান শাহ, আবৃত্তিশিল্পী ও সংগঠক মোকাদ্দেস বাবুল, রবিন্দ্র সংগিত শিল্পী রানা সিনহা।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক, সিলেট উইমেন্স চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালক তপতী রানী দাস নীপা, ওয়াহিদা আখলাক, রাহিলা জিরিন কানন,তাহেরা জামান,স্বপ্না বেগম,সালসাবিলা মাহবুব কান্তা।
মেলা ঘুরে দেখা যায়, পিঠা উৎসবে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে ঘুরছে। নতুন নতুন নামের পিঠা দেখে উৎসাহিত হচ্ছে তারা। কেউ আবার পিঠা খেয়ে স্বাদ নিচ্ছেন। নানা স্বাদের বাহারি পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নারী উদ্যোক্তারা এবং শখের বসে বেশ কিছু গৃহিণীও আসেন পিঠা মেলায় অংশ নিতে।
দিনব্যাপী পিঠা প্রতিযোগিতায় প্রায় অর্ধ শতাধিক স্টল অংশ নেয়। বাহারী রকমের পিঠার পসরা সাজিয়ে তারা বসেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে গিয়েছিল পিঠা উৎসবের ২ দিনব্যাপী আয়োজনে। ঐতিহ্যবাহী পিঠা উৎসব ঘিরে নগর জুড়ে উৎসব উৎসব আমেজ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি