সব
জৈন্তাপুরের সিলেট-তামাবিল মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ই জানুয়ারি রবিবার বেলা ১১টায় নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিলেট অভিমুখে যাচ্ছিলো। সিলেট-তামাবিল মহাসড়কের করিচেরপুল নামক এলাকায় পৌছালে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাকের (রেজি নং-ঢাকা মেট্রো-ড-১১-৬০৫১) সরাসরি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক নারী যাত্রীর মৃত্যু হয়। নিহত নারী যাত্রী গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়া গ্রামের হাজী সাহিদ আহমদের স্ত্রী মায়ারুন নেসা (৪০)। দূর্ঘটনায় ১জন আহত হয়েছে মর্মে সংবাদ পাওয়া গেলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্হানীয় একাধিক সূত্রে জানা গেছে, ঘাতক ট্রাক সিলেট-তামাবিল মহাসড়কের পাশ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিল। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ টিম ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি