কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ৯:১১ অপরাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় সিলেট-ভোলাগঞ্জ সড়কের ভোলাগঞ্জ এলাকায় ধলাই সেতু সংলগ্ন সেবা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে সিলেটগামী অবৈধ বালুবাহী একটি হাইড্রোলিক ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৮-৮৮৭৭) সঙ্গে ভোলাগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে চালক কবির হোসেন ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তবে বাকি দুই আরোহী অক্ষত রয়েছেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় নিহতের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে ঘাতক ট্রাক চালক উপজেলার টুকেরগাঁও গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলী এবং তার সহযোগী একই গ্রামের আলী আহমদের ছেলে কাউছার আহমদকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, কোনো ধরণের ইজারা ছাড়াই দীর্ঘদিন ধরে ধলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। ৫ আগস্টের পটপরিবর্তনের সুযোগে অবাধে চলছে পাথর চুরিও। স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসন লোক দেখানো অভিযান পরিচালনা করলেও প্রতিদিন শত শত ট্রাক ভর্তি বালু-পাথর ভোলাগঞ্জ থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। এসব ট্রাক চালকদের সিংহভাগেরই নেই ড্রাইভিং লাইসেন্স। অদক্ষ চালকদের কারণে সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাড়ছে দুর্ঘটনার হার।

এ ব্যাপারে বক্তব্যের জন্য কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে ফোন দেওয়া হলে সাড়া মেলেনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি