সিলেটে পুলিশের মোটরসাইকেল মহড়া

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় কোতোয়ালি মডেল থানার পুলিশের উদ্যোগে একটি বিশেষ মোটরসাইকেল মহড়ার অনুষ্ঠিত হয়েছে।

সিলেট নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করার উদ্দেশ্যে রোববার (৩ অক্টোবর) সকালে থানা প্রাঙ্গণ থেকে নগরব্যাপী মহড়া শুরু করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। মহড়ায় থানার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা অংশ নেন।

এ বিষয়ে ওসি মো. জিয়াউল হক বলেন, আমরা জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ সবসময় প্রস্তুত থাকে এবং জনগণের সুরক্ষায় কাজ করে। এই মহড়া আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, যা নাগরিকদের মধ্যে পুলিশি উপস্থিতি বাড়ানোর পাশাপাশি অপরাধ প্রতিরোধেও সহায়ক হবে।

তিনি আরও জানান, পুলিশ জনগণের বন্ধু। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যে সব সময় প্রস্তুত রয়েছে। সুষ্ঠুভাবে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ প্রতিনিয়ত টহল দিচ্ছে। জনগণ অনুরোধ জানাচ্ছি, তারা যেন সিলেটের নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করেন। এই ধরনের মহড়া সিলেটের বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়তা করবে বলে আমরা মনে করছি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি