সব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গৃহ ও ভূমিহীনদের মাঝে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া উপহারের ঘর বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১২ নং সদর ইউনিয়নের দ্বারীখেল গ্রামের লায়েছ আহমদ পিতা ইউনুছ আলীর ছেলে ৫০ হাজার টাকার বিনিময়ে ওই ঘর বিক্রি করেছেন।
জানা যায়,উপজেলার ১২ নং সদর ইউনিয়নে গৃহ ও ভূমিহীনদের মধ্যে আওয়ামীলীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লাবু আশ্রয়ন কেন্দ্র গুচ্ছ গ্রামে তৃতীয় পর্যায়ে ৫০ পরিবারের মাঝে জমিসহ ঘর উপহার দেওয়া হয়েছে। গোয়াইনঘাট উপজেলার তফশিলে বর্ণিত ০.০২ একর( দুই শতক)ভূমি সরকারের কাছ থেকে গোয়াইনঘাট সাবরেজিস্ট্রার অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করা দলিলে ঘর পেয়েছেন সদর ইউনিয়নের ধারীখেল গ্রামের লায়েছ আহমদ।
পিআইও অফিস সূত্র জানা গেছে , উপজেলার সদর ইউনিয়নের লাবু গ্রামের আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে গোয়াইনঘাটে লাবু আশ্রয়ণ প্রকল্পে ভূমী ও গৃহহীন দের জন্য ৫০ টি উপহারের ঘর নির্মাণ করা হয়।জনপ্রতি প্রতিটি ঘরে ব্যয় হয়েছিল দুই লাখ ৫৯ হাজার টাকা।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ,সাবেক প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দের তালিকা প্রণয়নে স্থানীয় জন প্রতিনিধিরা অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি ও সেচ্ছাচারিতার আশ্রয় গ্রহণ করেছেন। ফলে প্রকৃত ভূমিহীনরা সরকারের এসব আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পায়নি। কয়েক বিঘা জমি ও পাকা বসতবাড়ি রয়েছে এমন ব্যক্তিও সাবেক প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন।
লাবু আশ্রয়ণ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর উপহারের ৪৫ নং ঘরটি এখন ফারুক নামের এক ব্যক্তির দখলে রয়েছে। রেজিস্ট্রি করে ঘর হস্তান্তরের দলিল না হলেও তিনশত টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে লিখে দশ মাস আগে ঘর ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে। ফারুক এই ঘরে এখন স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন।
এই ঘরে বর্তমানে বসবাসকারী ফারক আহমদ টাকা দিয়ে ঘর কিনে নেওয়ার কথা স্বীকার করে বলেন, তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ তাদের কোন বাড়িঘর ও জমিজমা নেই। বাড়ীঘর নাই তবুও সে ঘর বরাদ্দ পাননি। তাই নিরুপায় হয়ে ভিক্ষাবৃওি করে খেয়ে না খেয়ে ৫০ হাজার টাকার বিনিময়ে লায়েছের নিকট থেকে তিনশত টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ৪৫ নং ঘরটি কিনেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,লাবু আশ্রয়ণ প্রকল্পের ৫০ টি ঘরের মধ্যে ৩৯,৫০,৩৪,৪৪ ,নং ঘরে তালা ঝোলানো আছে।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানায় ঘর গুলিতে কেউ থাকে না সব সময় বন্ধ থাকে।মাজে মধ্যে কেউ কেউ একবার আসে আবার চলে যায়। তাদের অন্য যায়গায় বাড়িঘর আছে সেখানেই তারা থাকেন।
৩১ নং ঘরের বাসিন্দা আবুল কালাম আজাদ জানান,আমরার মতো গরিবদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়ে আশ্রয় দিয়েছে। কিন্তু নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ করা ঘর কিছু দিন পর থেকেই দেওয়াল ফেটে যাচ্ছে কাঠ ভেঙে যাচ্ছে ।বৃষ্টি দিলেই টিনের চালা দিয়ে পানি পড়ে ঘরে থাকা সম্ভব হয় না। স্ত্রী সন্তানদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়েই ঘরে থাকতে হচ্ছে।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি অনুসন্ধান পূর্বক তদন্ত করা হবে। দোষি হলে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি