অস্ত্র উদ্ধারের চার ঘন্টা পর যুবক আটক

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ | আপডেট: ৪ সপ্তাহ আগে

সিলেটে র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ ভারতীয় টাকা উদ্ধারের চার ঘন্টার মধ্যে অস্ত্রধারী রাজিব হোসেনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টম্বর) বিকেলে কোতোয়ালী থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুনু মিয়া।

জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে নগরীর মিরাবাজার আগপাড়া এলাকার রাজিব হোসেনের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব ৯। এসময় উদ্ধার করা হয়েছে ১ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ভারতীয় মুদ্রা। র‌্যাব চার ঘন্টা অভিযান চালিয়ে রাজিবের বাসা থেকে আটক করা। শনিবার বিকেলে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতে প্রেরণ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুনু মিয়া বলেন, রাজিবের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি