সব
সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে গোপালগঞ্জের আটককৃত দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গতকাল শুক্রবার অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জে জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের বাবলু হোসেনের ছেলে লিয়াকত শেখ। আটককালে তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার দুইশত রুপি উদ্ধার করা হয়।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার কারবেলাকে বলেন, বিজিবির হাতে আটক দুজনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি