সিলেটে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ ভারতীয় টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

সিলেটে র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ ভারতীয় টাকা উদ্ধার।

শুক্রবার (৬ সেপ্টম্বর) দুপুরে নগরীর মিরাবাজার আগপাড়া এলাকার রাজিব হোসেনের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব ৯। এসময় উদ্ধার করা হয়েছে ১ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ভারতীয় মুদ্রা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৯ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: মশিউর রহমান সোহেল।

জানা যায়, শুক্রবার দুপুরে মিরাবাজার আগপাড়া এলাকার রাজি হোসেন নামের এক যুবকের বাসায় র‌্যাব অভিযান চালিয়ে এই পিস্তলটি উদ্ধার করেছে। অস্ত্রটি কোনো থানা বা ফাড়ি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে। তবে অভিযানে রাজিবকে পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ৯ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: মশিউর রহমান সোহেল, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া ১ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ভারতীয় টাকা উদ্ধার করেছি। উদ্ধার হওয়া অস্ত্রসহ ভারতীয় টাকা গুলো কোতয়ালী থানায় জমা দিতে প্রক্রীয়াধীন রয়েছে। রাজিব হোসেনকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি