বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ | আপডেট: ৫ মাস আগে

সিলেটের দক্ষিণ সুরমায় বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক রানা (২৩) নামের যুবককের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন।

নিহত ওমর ফারুক রানা সিলেটের ওসমানীনগর উপজেলার অলিমপুর এলাকার আলী নূরের ছেলে।

জানা যায়, নিহত ফারুক সিলেট থেকে বাড়ি যাওয়ার পথে তেতলি পয়েন্টে অজ্ঞাত গাড়ি চাপায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এবং ফায়াস সার্ভিসের লোকজন উস্থিত হয়ে পরিস্থিতি সাভাবিক করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো: আবুল হোসেন বলেন, বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওমর ফারুক রানার নামের যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি ও চালককে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি