সব
বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি বন্ধ ও উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ ঘটিকায় ৪ দফা দাবিতে দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ৪ দফা দাবি মেনে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।
এ বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হলে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী ধ্রুব সিদ্দিকী
বলেন, গত ১১ তারিখে ভিসি বরাবর আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৪ দফা দাবি উপস্থাপন করি এবং ৭২ ঘন্টার আল্টিমেটাম দেই। প্রশাসন আমাদের আশ্বস্ত করেন খুব তাড়াতাড়ি আমাদের দাবিগুলো পূরণ করা হবে। কিন্তু সিকৃবির প্রশাসন এখন অবধি তা পূরণ করেন নি। তাই আমরা সিকৃবির সাধারণ শিক্ষার্থীবৃন্দ আজ একটি মানববন্ধনে উপস্থিত হয়েছি।
তিনি আরও বলেন, মানববন্ধনের মাধ্যমে প্রশাসনকে বলে দিতে চাই, আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের পেশ করা ৪দফা দাবি যদি পূরণ না হয় তবে ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক না কেন বর্তমানে দায়িত্বরত ব্যাক্তিবর্গ এর জন্য দায়ী থাকবে। এবং সিকৃবির সাধারণ শিক্ষার্থীরা ক্লিয়ার করে বলে দিতে চায়, যদি নতুন করে কোনো ফ্যাসিবাদের উদ্ভাবন ঘটে বা মাথাচাড়া দিয়ে বসে আমাদের ক্যাম্পাসে, তাহলে সিকৃবির সাধারণ শিক্ষার্থীরা সবসময় সজাগ থাকবে এবং তাদের প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে।”
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি