সব
সিলেটের জৈন্তাপুরের অন্যতম পর্যটন স্পট নীলনদ খ্যাত লালাখালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ৩শ ঘনফুট বালু জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় সারি-৩ রিটভুক্ত বালুমহাল থেকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নৌকাযোগে বালু উত্তোলনের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বালু শ্রমিকরা পালিয়ে যান। পরে সেখান থেকে আনুমানিক ৩শ ঘনফুট বালু জব্দ করা হয়।
পরে অভিযানে অংশ নেওয়া উপজেলা আনসার সদস্যদের সহায়তায় জব্দকৃত বালুগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তিনি বলেন, সারি-৩ রিটভুক্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এমন অভিযোগ আমাদের কাছে আসে। এরই ধারাবাহিকতায় সহকারী কমিশনারসহ (ভূমি) অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি