সব
কোটা আন্দোলনে বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গায়েবানা জানাজা করেছে আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার (১৭ জুলাই) বিকাল বিকেল ৫টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সিলেট নগরীর বন্দর পয়েন্ট ও নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হন। পরে রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে বিক্ষোভ মিছিল বের করে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন খান, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের য্গ্মু সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কালবেলাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে ধৈর্য্য ধরতে বলেছেন। সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনে বিএনপি-জামাত প্রবেশ করে বাড়াবাড়ি করছে। আমাদের ধৈর্য্যরে বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে।
ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী সবুজ আলী ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন। তিনি ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। কোটা আন্দোলনে বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা সিটি কলেজের সামনে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পথচারীরা পাশের পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৭ টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি