সিলেটে আবারও চোরাই চিনির দুই চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৯ মাস আগে

সিলেটে আবারও গোয়েন্দা ও থানা পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৩ লাখ টাকার চোরাই চিনির আরও দুটি চালান জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) ভোরে নগরীর দাসপাড়া সিএনজি পাম্পের সামনে সিলেট-তামাবিল সড়ক থেকে ২৯০ বস্তা চিনি জব্দ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শাহপরাণ (রহ.) থানার মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ভোরে দাসপাড়া সিএনজি পাম্পের সামনে সিলেট-তামাবিল সড়ক থেকে ১৪ হাজার ২১০ কেজি (২৯০ বস্তা) চিনি জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৫ হাজার ২০০ টাকা।

তিনি বলেন, এ সময় একটি ট্রাক ও দুজনকে আটক করে পুলিশ। আটক দুজন হলেন, নওগাঁ জেলার মান্দা থানার চক রামাক্রান্ত গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মানিক ও একই থানার চকভোলাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. মোস্তফা।

অপরদিকে, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সকাল সাড়ে ১০টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন মোরাদপুর এলাকার সিলেট-তামাবিল বাইপাসে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ করে। এ সময় একটি ট্রাক ও দুজনকে আটক করে ডিবি।

আটক দুজন হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুচর (বিশ্বনাথপুর) গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন ও একই জেলার গোমস্তাপুর থানার চৌদলা গ্রামের মো. মোস্তফার ছেলে মো. আলীম। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি