সিলেটে আন্দোলনকারীদের ধাওয়া দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৯ মাস আগে

সিলেটে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। ধাওয়া খেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পালিয়ে যায়। আহত হয়েছেন ১০ জন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে রড, বাঁশ ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেট জেলা ও মহাগর ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের ধাওয়া খেয়ে পালিয়ে যান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিকেল ৩ টায় সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছিলো সিলেটে জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচি চলাকালে জানা যায়, সিলেট মহানগরীর কামরান চত্ত্বরে সমাবেশ করছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।

বিকেল ৪টার দিকে সিলেট জেলা ও মহানগর যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ শহীদ মিনার ছেড়ে রাজপথে নেমে আসেন। বিক্ষোভ মিছিল সহকারে তারা কোর্টপয়েন্ট অভিমুখে এগিয়ে আসেন। এরপর সিটি পয়েন্টের দিকে সিটি পয়েন্টের দিকে তারা অগ্রসর হন।

কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে তারা মুখোমুখী হলে এক পর্যায়ে তারা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা দিগি¦দিগ ছুটাছুটি করতে থাকেন। পরে আন্দোলনকারীরা পালিয়ে যান।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন, আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। এরা কোটা আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় এরা স্বাধীনতা বিরুদ্ধিচক্র। আমরা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের পূর্বগোষিত কর্মসূচি ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে আমরা সেটা পালন করেছি।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেল সিরাজ কালবেলাকে বলেন,আমরা যে মিছিলটা করেছি আমরা সিলেটের প্রবিত্র মাটি থেকে রাজাকার পতিহত করেছি। অন্যানো জায়গায় কি হবে জানিনা। আমরা যারা মুজিব আর্দশের সৈনিক, বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেটের মাটিতে রাজাকার বিরুদ্ধী স্লোগান দিতে পারবে না।

কোতয়ালী থানার ওসি মঈন উদ্দিন বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। আমরা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি।

এদিকে, বিকেল ৪টা ও সাড়ে ৫টার দিকে দুই দফা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীর। ফলে দুই পাশে আটকা পড়ে যানবাহন। অবরোধস্থলে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা পুলিশ, স্পেশাল ফোর্স ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে লাঠিসোটা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি