সব
সিলেটে চিনি চোরাকারবারীদের দৌরাত্য আর থামছেইনা। গতকাল বৃহস্পতিবার ছোটো বড়ো ৪টি চালান জব্দ করার পর আবারও ৫৮ বস্তার আরেকটি চালানসহ ২ চোরাকারবারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে নগরীর খাসদবির এলাকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজিত চক্রবর্তী অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছেন।
শুক্রবার আড়াইটার দিকে নগরীর খাসদবির এলাকায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ১টি ডিআই পিকআপ তল্লশেী করে মোট ৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করে এঢারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা। জব্দকৃত চিনির বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৮ হাজার টাকা।
এসময় পিকআপটিও জব্দের পাশাপাশি দুই চোরাকারবারীকেও গ্রেফতার করা হয়। তারা হলেন দক্ষিণ সুরমা থানার তেঁতলি গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে মো. আব্দুল হামিদ (৩১) ও বিশ্বনাথের জানাইয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মালিক (২৪)।
সিলেট মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাসদবির এলাকায় একটি ডিআই পিকআপ তল্লাশীকালে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারি ও একটি ডিআই পিকআপ আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি