সব
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
আজ বৃহস্পতিবার(০৪ জুলাই ২০২৪) বঙ্গভবনে এ সাক্ষাৎকালে প্রতিনিধিদলের মাঝে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: কবির হোসেন ও ট্রেজারার অধ্যাপক আমিনা পারভিন।
এসময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে সার্বিক অবস্থা তথা অবকাঠামো, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গবেষণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সকল স্তরে দুর্নীতি এড়িয়ে চলার এ পথ সর্বদা অনুসরণের নির্দেশ দিয়েছেন। তিনি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চাহিদা ভিত্তিক নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তিকরণ এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করার তাগিদ দেন।
এছাড়াও রাষ্ট্রপতি আগামী জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনের তারিখ নির্ধারণের সম্ভাব্যতা দিয়েছেন এবং তিনি সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন বলেও উপাচার্য এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে উপাচার্য গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাকারিকুলামসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি