দুইমাস ধরে বিচারকবিহীন জকিগঞ্জ আদালত

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ৩:১৬ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

দুই মাস ধরে বিচারক নেই জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে। চলতি বছরের ২৩ জানুয়ারি এই আদালতের বিচারক শ্যামকান্ত সিনহাকে পদোন্নতি দিয়ে সুনামগঞ্জে বদলী করা হয়। এরপর জকিগঞ্জ আদালতে আর কোন বিচারক নিয়োগ না দেওয়ায় বিচার প্রার্থীদের ভোগান্তি বাড়ছে।

এমন বাস্তবতায় জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক চেয়ে আদালতের আইনজীবীগণ আইনমন্ত্রী বরাবর আবেদন করেছেন।

এ ব্যাপারে আদালতের আইনজীবী কাওছার রশীদ বাহার বলেন, সিলেট শহর থেকে ৯০ কিলোমিটার দূরবর্তী জকিগঞ্জে ১৯৪৭ সালে এই আদালত প্রতিষ্ঠিত হয়েছিলো। বর্তমানে এখানে বিচারক না থাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে একদিকে মামলার জট তৈরী হচ্ছে, অন্যদিকে জামিন প্রার্থীদের সিলেট আদালতে গিয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিষয়টি আমি অবগত। সুপ্রিম কোর্টে ফাইল পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব এখানে বিচারক নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি