সব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর (৮৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল সোয়া পাঁছটায় গোয়াইনঘাট থেকে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রোগ্রাম শেষে বাড়িতে যাওয়ার পথে তিনি অসুস্থ বোধ করেন।
এসময় তাঁর সঙ্গীয় স্ত্রী তাঁকে বিকাল ৫:৪০ মিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়ায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,পরিবারের সদস্য ও নিকটাত্মীয় ভাতিজা (হুসাইন আলী, মোবাইল: 01913-306831)এর নিকট লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
এসময় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও ভাতিজার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম সরাসরি সাক্ষাৎ করে তাঁদেরকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
উল্লেখ্য যে, বিগত দুই মাস পূর্বে উল্লিখিত বীর মুক্তিযোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি