গণহত্যা দিবসে সিলেট জেলা পুলিশের মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

সিলেট জেলা পুলিশের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। সোমবার রাতে শহিদ পুলিশ সদস্যদের স্মরণে প্রথম বারের মতো সিলেট জেলা পুলিশের গৌরবের স্থাপনা ‘স্মৃতি-৭১’ এ পুস্পস্তবক অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে মুক্তিযুদ্ধে অবদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সিলেট রেঞ্জ সদরের পুলিশ ইউনিটের ইউনিট প্রধান, সিলেটের বীর মুক্তিযোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধী সমাজের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি