সিলেটে প্রায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৫ মার্চ ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

সিলেটের জকিগঞ্জ থেকে ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকার ইয়াবাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে
আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)।

সোমবার (০৪ মার্চ) বিকাল ৫টার দিকে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে করেছে।

আটক দুজন হলো, হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১)। দুজনই জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি এলাকার বাসিন্দা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাদেরকে আলামতসহ সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল বলেন, ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকার ইয়াবাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এটাই সিলেটে জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর আগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান সিলেটে জব্দ করেছিলো র‌্যাব-৯।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি