এসএমপির শ্রেষ্ঠ ওসি হারুন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পূর্বাহ্ণ | আপডেট: ১১ মাস আগে

সিলেট মেট্রোপলিটনপুলিশের শাহপরাণ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মহানগর পুলিশের অস্থায়ী সদর দপ্তরে তাকে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম। এছাড়াও শাহপরাণ থানার আরও কয়েকজন পুলিশ সদস্যকে পুরষ্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৮ পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পিবিআই পুলিশ সুপার খালেদ-উজ- জামান, পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ মোল্লা মোহাম্মদ শাহীন, পুলিশ সুপার (নৌ পুলিশ) আব্দুল্লাহ আল-মামুন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, সিটি এন্ড সিসি,পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত দায়িত্বে এডিসি (সদর ও প্রশাসন) শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মহানগর আদালতে অতিরিক্ত পিপি নাসির উদ্দিন ,র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার গোলাম কিবরীয়া, প্রবেশন অফিসার সিলেট তমির হোসেন চৌধুরী, পরিবেশ অধিদপ্তর সিলেট এর সহকারি পরিচালক মোহাইমিনুল হক, ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর এর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট পরিদর্শক নজীব আলী সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র ইনচার্জ। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস) জানুয়ারী মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন।

এর আগে তিনি টানা য় বার মৌলভীবাজার ও শাহপরাণ থানার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন । এছাড়া পুরস্কারপ্রাপ্তরা হলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) সুবাস চন্দ্র সাহা, সহকারী পুলিশ কমিশনার শাহজাহান ভূঁঞা (শাহপরাণ রহ.), ওসি শাহপরাণ (রহ.) থানা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন, এস‌আই ইবাদুল্লাহসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অন্যান্য পদবীর পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

শাহপরাণ (রহ.) থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, থানায় সকল পুলিশ সদস্যদের নিয়ে টিম ওয়ার্ক করে কাজ করে যাচ্ছি। আমার এই অর্জনের দাবিদার থানার সকল অফিসার ও ফোর্সরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি