পানি ও বিভিন্ন দাবিতে এমসি কলেজে অধ্যক্ষ অবরুদ্ধ!

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২১ অপরাহ্ণ | আপডেট: ৯ মাস আগে

বিভিন্ন দাবিতে সিলেটের মুরারিচাঁদ কলেজে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য অধ্যক্ষকে ৩ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে তারা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষকে অফিসে অবরুদ্ধ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) অধ্যক্ষকে অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন থেকে ইতিহাস বিভাগে শিক্ষক সংকট ও হলের পানি সমস্যা নিরসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এ ছাড়া নতুন হল ফজিলাতুননেছা মুজিব ও শেখ হাসিনার নামে করতে হবে। আমরা তাদের দাবির সঙ্গে একমত।

শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের আলোচনা চলছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি