কোন প্রতীকে ভোট দিলেন শমসের মুবিন চৌধুরী?

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৪ মাস আগে

সিলেট-১ আসনের আম্বরখানা গার্লস স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। সকাল সোয়া ৮টার দিকে তিনি কর্মী সমর্থক ছাড়াই ভোটকেন্দ্রে আসেন এবং ভোট দেন। তবে তিনি কোন প্রতীকে ভোট দিয়েছেন এটা নিয়ে উপস্থিত ভোটারদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কারণ, সিলেট-১ আসনে তার দল তৃণমূল বিএনপির কোনো প্রার্থী নেই।

তাছাড়া কাকে ভোট দিলেন এ বিষয়ে শমসের মুবিন চৌধুরীও কোনো কথা বলেননি। তিনিও তার দলের প্রার্থী। তবে তা সিলেট-৬ আসনে।

সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী।

এদিকে ভোট প্রদানের শমসের মুবিন চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছি। সময়ের সঙ্গে ভোটার বাড়বে বলে প্রত্যাশা। ফলাফল হিসেবে জনগণের রায়ই ভোটাররা মেনে নেবে৷

তিনি তার নির্বাচনী এলাকা নিয়ে বলেন, সিলেট-৬ আসনে সম্প্রীতি বিরাজ করছে। দিনের শেষ পর্যন্ত যদি এমন পরিবেশ রাখা যায় তাহলে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখা যাবে।

শমসের মুবিন চৌধুরী বলেন, দল হিসেবে আমরা একদমই নতুন দল। সাংগাঠনিক দুর্বলতা থাকা সত্ত্বেও ভালো ফলাফল করবে তৃণমূল বিএনপি। কোনো কর্মী হুমকির মুখে নেই। নতুন দল হিসেবে জনগণের যে সাড়া পেয়েছি, সেটি অসাধারণ।

এ সময় তিনি আরও বলেন, অগ্নিসংযোগের মাধ্যমে যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে সেটি কোনো কাজে আসবে না৷ বরং জনগণ তা উপেক্ষা করে ভোট দিতে আসবে।

সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরী। এ আসনে অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন, আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান।

প্রার্থী হলেও সে আসনে শমসের মুবিন চৌধুরী ভোটার না হওয়ায় তিনি সিলেট-১ আসনে ভোট দেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি