সব
সিলেটের জকিগঞ্জ থানা হাজত থেকে ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়েছে এ আসামি পালিয়ে গেছে। আসামি রাসেল আহমদ রাসু একটি চুরির মামলায় থানা হাজতে ছিলেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জকিগঞ্জ থানায় এ ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পলানোর বিষয়টি স্বীকার করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, চুরির মামলায় বুধবার ভোর ৭টায় বিলেরবন্দ এলাকা থেকে রাসেল আহমদ রাসু (২৪) নামে এক আসামিকে আটক করে থানা হাজতে রাখে জকিগঞ্জ থানা পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে গেছে ওই আসামি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। সে চোর চক্রের একজন সক্রিয় সদস্য। ভেন্টিলেটর ভেঙ্গে ছোট ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে চুরি করে থাকে। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পলানোর বিষয়ে বলেন, তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে।
এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) শেখ মো. সেলিম বলেন, সকালে থানা হাজত থেকে এক আসামি পালিয়েছে বলে শুনেছি। তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি