সব
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সিলেটে বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা মাঠে কেন্দ্রীয়ভাবে ঘোষিত রোডমার্চ পালন করছে সিলেট বিএনপি। কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেটে আসছে বিএনপির রোডমার্চের বহর। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভৈরবের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে রোডমার্চটি শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে এরপর সিলেটের আলিয়া মাদারাসা মাঠে বিকেল ৫টায় সমাবেশ শুরুর কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত রোডমার্চের বহর সিলেট পৌঁছেনি।
এদিকে রোডমার্চ করে আগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে সিলেটের স্থানীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বক্তব্য রাখছেন।
সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করতে গাড়ির উপর মঞ্চ তৈরি করেছেন। নেতাকর্মীরা বলেন, সমাবেশের জন্য প্রস্তুত সিলেট বিএনপির সকল শ্রেণির নেতাকর্মী। কর্মসূচিকে সফল করতে বৃষ্টিতে ভিজে বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আলিয়া মাদারাসা মাঠে জড়ো হচ্ছেন।
বিএনপির কর্মসূচিতে বৃষ্টির বাগড়া। দুপুর সাড়ে ৩টা থেকে সিলেটে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে অনেক নেতাকর্মীরা আলিয়া মাঠ ছেড়েছেন।
আবার কেউ কেউ বৃষ্টি উপেক্ষা করে মাঠের মধ্যে কেউ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ চেয়ার মাথায় দিয়ে, কেউ ফেস্টুন-ব্যানার মাথায় দিয়ে আবার কেউ কেউ আশপাশের বাসাবাড়ি ও বিল্ডিংয়ে অবস্থান করে সময় পার করছেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রোড মার্চ সিলেটের কাছাকাছি লালাবাজার এলাকায় চলে এসেছে। সিলেট মহানগর বিএনপির সাধারণ ইমদাদ আহমদ চৌধুরী বলেন, এই রোডমার্চ সফল করতে বিএনপির নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছে। বিএনপির রোডমার্চ অলরেডি শহরের কাছাকাছি চলে এসেছে। বৃষ্টি মধ্যে সিলেটে মানুষ রোডমার্চ সফল করছে। এই রোডমার্চে মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ শান্তিতে বসবাস করবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি