আম্বরখানায় সিলেট জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সিলেটে জেলা প্রশাসনের মনিটরিং টিম অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর আম্বরখানা এলাকার বিভিন্ন দোকানে ভোজ্য তেল, চাল, চিনি, পেঁয়াজ, আলু, খেঁজুরসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল-জুনায়েদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ, কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দাঃপ্রাঃ) আবু সালেহ মোঃ হুমায়ুন কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো. আল-জুনায়েদের বলেন, সিলেটের জেলা ম্যাজিস্টেটের নির্দেশনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দিয়েছি। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি