কালিঘাট ও ব্ন্দরবাজারে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৭:০২ অপরাহ্ণ | আপডেট: ৩ দিন আগে

সিলেট নগরীর কালিঘাট, ব্ন্দরবাজার ও লালবাজার এলাকার অভিযান চালিয়েছে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিঘাট, ব্ন্দরবাজার ও লালবাজার এলাকার এ অভিযান পরিচালনা করে ২ টি পেয়াজের দোকানে ৪ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

শ্যামল পুরকায়স্থ তিনি বলেন, কালিঘাটের দুটি দোকানে পণ্য ক্রয়ের রশিদ এবং পণ্যের মূল্যতালিকা না থাকায় ৪ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কালিঘাট ও লালবাজারের কয়েকটি দোকানে কিছু অসংগতি ধরা পড়েছে। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে এমন অভিযান নিয়মিত চালানো হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি