সব
সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে একটি ট্রাক চুরি করে কেটে টুকরা করে বিক্রি করার সময় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) কোম্পানিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতাকৃতরা হলো কোম্পানীগঞ্জের গাছঘর নতুন জীবনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ রুমন মিয়া ওরফে সুমন ওরফে রিপন (২৩) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রসুলগঞ্জ গ্রামের মোঃ আব্দুর রহমান ওরফে রনি (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় ট্রাকটি কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরবাজার ভাঙ্গারীর দোকানে বিক্রির উদ্দেশ্যে সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে নিয়ে আসে। এরপর চক্রের আরো কয়েকজনের মাধ্যমে ট্রাকটি কেটে টুকরা করে বিক্রি করার জন্য টুকেরবাজার ভাঙ্গারীর দোকানে নিয়ে যাওয়া হয়। কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি