শাহপরান থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ণ | আপডেট: ৪ দিন আগে

সিলেটের শাহপরান থানার নিপবন আবাসিক এলাকার একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত তরণীর নাম ফাহিমা বেগম (২৩), তিনি নিপবন মনিপুরীপাড়া এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, রবিবার সকালে পরিবারের সদস্যরা তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পান। ফাহিমা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি