সাংবাদিক ফরিদীর চাচা ও সাকীর পিতা ফরমান আলী আর নেই

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ৫:১৯ অপরাহ্ণ | আপডেট: ৫ দিন আগে

দৈনিক কালবেলা’র সিলেট ব্যুরো প্রধান ও বালাগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর চাচা ও অ্যাডভোকেট সাকী শাহ ফরিদীর পিতা আলহাজ শাহ মো. ফরমান আলী আর নেই।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় সিলেট শহরের শাহজালাল উপশহর পয়েন্টের গার্ডেন টাওয়ারের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

জানাজার নামাজ মরহুমের গ্রামের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলার সাদীপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনের শাহী ঈদগাহ ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ফকিরাবাদ জামে মসজিদের মোতাওয়াল্লী ছিলেন।

সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক:

দৈনিক কালবেলা’র সিলেট ব্যুরো প্রধান ও বালাগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী ও এডভোকেট শাকি শাহ ফরিদীর পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শাহ ফরমান আলী ছিলেন সিলেটের অন্যতম প্রাচীন মুসলমান ফকির ফরিদ শাহ’র উত্তরসুরিদের ( ছিলছিলার) বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি