সব
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো সিলেট মহানগরীতেও কোভিড-১৯ এর ৩য় ও ৪র্থ ডোজের টিকাদান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট সিটি করপোরশেনের স্বাস্থ্য বিভাগ জানায়, মহানগরীরর ৪২ টি ওয়ার্ডের মোট ৮৪টি টিকা কেন্দ্রের মাধম্যে এ টিকা প্রদান করা হয়েছে। কিন্তু চাহিদা মোতাবেক টিকার সরবরাহ না থাকায় লক্ষ্যমাত্র অর্জন সম্ভব হয় নি।
টিকা স্বল্পতার কারণে অনেক টিকাগ্রহিতা কেন্দ্রে আসলেও টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে তাদের। এজন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য সিলেট সিটি কর্পোরেশনকে টিকা সরবরাহ করে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিসিককে দশ হাজার ডোজ টিকা প্রদান করা হয়। তবে দুদিনের ক্যাম্পেইনে টিকাগ্রহীতার সংখ্যা তার থেকে অনেক বেশি থাকায় সকলকে টিকা দেয়া সম্ভব হয় নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি