সিলেটে সেচ্ছাসেবক দল নেতা জামাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৭ মে ২০২৩, ৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১১ মাস আগে

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) বিকেলে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে নগরের চৌহাট্টা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানার একটি মামলার পরোয়ানা ছিলো।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলি মাহমুদ। তিনি জানান, ২০১৯ সালের নাশকতা মামলার পরোয়ানা থাকায় আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে একটি সভায় অংশগ্রহণ করেন বিএনপি সিলেট জেলার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবকে সহসভাপতি এবং বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা আহাদ খান জামাল। সভা শেষে বের হওয়ামাত্র তাকে মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, জামাল ভাইকে পুলিশ প্রতিহিংসামূলকভাবে গ্রেফতার করেছে। একই সাথে পুলিশ প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানি ও গ্রেফতার করে যাচ্ছে। তারা আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অবিলম্বে সকল বিএনপি নেতৃবৃন্দকে মুক্তির দাবি জানান তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি