জাপার মেয়র প্রার্থী বাবুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৫ মে ২০২৩, ৪:২৯ অপরাহ্ণ | আপডেট: ৪ দিন আগে

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিস মিলনায়তনে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফয়ছল কাদের।

এবারের সিসিক নির্বাচনে মোট ১১জন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে নজরুল ইসলাম বাবুলসহ মোট ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষণা করা হয়েছে ৫ জনের প্রার্থীতা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১জুন।

উল্লেখ্য, ২৭ টি ওয়ার্ড নিয়ে ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীর বর্তমান ওয়ার্ড সংখ্যা ৪২টি।

মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০ টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪ টি। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি