সিলেটে সড়কের মধ্যখানে গর্ত, দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৪ মে ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ | আপডেট: ৫ দিন আগে

সিলেট নগরের বন্দর বাজারের শিশু পার্কের পাশে রাস্তার মাঝখানে ঢালাই ডেবে গিয়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। তবুও তার পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-মাঝারি সহ নানা যানবাহন। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দিনের বেলা পাশ কাটিয়ে চলাচল করলেও রাতের বেলায় রয়েছে দুর্ঘটনার আশঙ্কা।

সরেজমিনে দেখা যায়, রাস্তায় মাঝখানে সড়কের নিচের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্তের। মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন।
স্থানীয়রা জানান, সকাল থেকে ভাঙ্গা দেখতে পায় তার। তখন ভাঙার পরিমাণ কিছুটা কম ছিল, কিন্তু সময় যত যাচ্ছে সেটি আরও বড় আকার ধারণ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নি, এমনকি টানানো হয়নি কোন নিশানা।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। রাস্তাটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের। বিষয়টি তাদেরকে অবগত করা হচ্ছে। সওজ দ্রুত ব্যবস্থা না নিলে আমরাই মেরামত করে নিবো।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি