সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২২ মে ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১১ মাস আগে

সিলেটের দক্ষিণ সুরমা ও বিশ্বনাথে পৃথক সড়কদুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিশ্বনাথে সড়কদুর্ঘটনায় এক স্বর্ণকার নিহত হয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে পৃথক এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ ধসে ঘটনাস্থলেই দুই নির্মাণশ্রমিকের ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন- কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও একই এলাকার মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।

এবিষয়ে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন বলেন, বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ ধসে গিয়ে ঘটনাস্থলেই এ দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ দুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রাখা আছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বিষয়টি পুলিশ তদন্ত করছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মোটরসাইকেল দুর্ঘটনা, স্বর্ণকারের মৃত্যু :

এদিকে, সিলেট জেলার বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় স্বর্ণ কারিগরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের জাহারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরমান আলী ঝুমন (২৭) মোটরসাইকেল আরোহী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

ঝুমন বিশ্বানথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ নোয়াগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে। তিনি পেশায় সুরমান একজন সোনার কারিগর।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার পুলিশ পরিদর্শক শ্যামল বণিক বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় ঝুমন তার ছোটভাই কাওছার আহমদের সঙ্গে মোটরসাইকেলযোগে বিশ্বনাথ পৌরশহরে যাচ্ছিলেন। পথিমধ্যে জাহারগাঁও নামক স্থানে আসামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজন রাস্তায় পড়ে গিয়ে আহত হন। এর মধ্যে ঝুমন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়। সেখানে দুপুরে তিনি মারা যান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি