আকস্মিক বৃষ্টিতে ডুবছে সিলেট নগরী, আতঙ্কে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১:০২ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

মঙ্গলবার রাতে আকস্মিক বন্যায় সিলেট নগরীর খালগুলো পূর্ণ হয়ে বাসাবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। নগরীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বন্যার পানিতে ডুবতে শুরু করেছে।

নগরীর তালতলা, জামতলা, সাগরদিঘীরপার, কুয়ারপার, লালাদিঘীরপার, মির্জাজাঙ্গাল, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে ড্রেন ভর্তি হয়ে ময়লা পানি উঠে এসেছে রাস্তায়। পানি ঢুকছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।

সাগরদিঘীরপার সুরমা গলির বাসিন্দা গুলজার হোসেন বলেন, সাগরদিঘীরপারের ভেতর দিয়ে যাওয়া ড্রেনের দুপাশে থাকা বাসা বাড়িগুলোতে অল্প বৃষ্টিতেই পানি ঢুকে যায়। ড্রেনটি দীর্ঘদিনের মাঝে পরিষ্কার না করায় এই সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি হলেই রাস্তায় হাটু জল। ময়লা ড্রেনের পানিতে চলাচল করার কারণে পায়ে খোসপাচড়া দেখা দেয়।

লালাদিঘীরপারের বাসিন্দা পিংকী বলেন, আমরা আজকের বৃষ্টির ফলে আবারও আমরা পানিবন্দী হয়েছি।

১১ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বলেন, বৃষ্টি হওয়ায় আমাদের এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি কমলে হয়তো পানি কিছুটা কমতে পারে। কিন্তু মানুষের ভোগান্তি আরো বাড়বে বলে মনে হচ্ছে।

এ ব্যাপারে জেলা আবাহওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সাথে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি