বন্যা দুর্গতদের অর্থ দিল সুনামগঞ্জের শিশুরা

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

বন্যাকবলিত ১১ জেলার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষক ও সব শ্রেণি-পেশার মানুষ। এসব দেখে অনুপ্রাণিত হয়ে বন্যার্তদের সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেন সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা।

রোববার (২৫ আগস্ট) স্কুলের সামনে রাখা ‘বন্যার্তদের সাহায্য করুন’ লেখা বাক্সে নগদ অর্থ জমা দেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বন্যার্তদের সহযোগিতা করতে পেরে বেশ খুশি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন উদার মন-মানসিকতা দেখে আনন্দিত অভিভাবক ও শিক্ষকরা। সংগ্রহকৃত ৩৫ হাজার ৫৯ টাকা স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন স্কুলের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অনন্যা তালুকদার শচী ও জান্নাত আরা আলী জানায়, টেলিভিশনে দেখেছি বন্যায় অনেক মানুষের ক্ষতি হয়েছে। মানুষের বাড়ি, ঘরের চালে পানি উঠেছে। ঢাকায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা টাকা-পয়সা, খাবার ও পানি দিচ্ছেন। তাই আমরাও কিছু টাকা দিয়েছি যাদের অনেক ক্ষতি হয়েছে তাদের দেওয়ার জন্য।

শিক্ষার্থী অভিভাবক সৌরভ আহম্মেদ বলেন, এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয়। লাখ লাখ মানুষ অমানবিক দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অর্থ সংগ্রহের কাজটি অত্যন্ত প্রশংসার দাবিদার। আমি নিজে স্কুলে গিয়ে কিছু টাকা দিয়ে এসেছি।

সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাসান বলেন, ‘কর্মই জীবন, সেবাই ধর্ম’ এই মনোভাবকে সামনে নিয়ে বর্তমান শিক্ষার্থীদের দ্বারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। তাই আমরা আমাদের বিদ্যালয় থেকে বন্যাকবলিত মানুষদের সাহায্য করার উদ্যোগ নিয়েছি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি