জগন্নাথপুরে চেয়ারম্যান হলেন আকমল হোসেন

জগন্নাথপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২৩ হাজার ৩শ’ ২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তের খেজুর গাছ প্রতীকের প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ১৮ হাজার, ৭৬৭ ভোট

বুধবার দিনভর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয়ে। তবে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নিতান্তই কম ছিল। সন্ধ্যায় আকমলকে নির্বাচিত ঘোষণা করে ফলাফল প্রকাশিত হয়।

এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করছেন ৫ প্রার্থী। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান (মোটর সাইকেল), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন (নৌকা), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন (ঘোড়া)।

এনিয়ে দুইবার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন আকমল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন একাধিকবার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে ‘গ্লোল্ড মেডেল’ পেয়েছেন এবং ২০১৬ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি