সুবিপ্রবি শিক্ষার্থীদের মারধর, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:০০ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া আদায় নিয়ে যাত্রীবাহি বাসের চালক ও হেলাপরের মারধরের ঘটনায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানান। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আধাঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো, পুরো সপ্তাহ ২৪ ঘণ্টা হাফপাস নিশ্চিত করতে হবে। বিকেল ৪টার মধ্যে বাসের অভিযুক্ত হেলপারকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সবার সামনে ক্ষমা চেতে হবে। সব শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মার্জিত ব্যবহার করতে হবে। প্রতিটি বাসে হাফপাস লিফলেট লাগাতে হবে।

শিক্ষার্থী সংখ্যা নূন্যতম একজন হলেও বাস দাঁড় করানো ও হাফপাস নিতে হবে।
শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ শহর থেকে একটি বাসে আজ সকালে সাড়ে ৯টায় সুবিপ্রবির ক্যম্পাসে যাচ্ছিলেন শিক্ষার্থী আল-নাহিয়ান। তিনি হাফ ভাড়া দেবেন বলে বাসের হেলপারকে জানান। হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয় নাহিয়ানের। এসময় বাসে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপকও ছিলেন। শান্তিগঞ্জে বাস থামার পর দুই পক্ষের কথা কাটাকাটি আরো বেড়ে যায়। এসময় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ বিষয়টি সুরাহার জন্য মধ্যস্থতার চেষ্টা করেন। ঝামেলা মিটিয়ে শিক্ষার্থীদের নিয়ে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে ফিরে আসার সময় শিক্ষার্থী আল-নাহিয়ানের ওপর হামলা চালান বাসের হেলপার।

এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় সড়েকে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক ও মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি