সব
সুনামগঞ্জের জামালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে শাহীনূর রহমান (২০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭জন।
বুধবার (২২ জানুয়ারী) সকালে জামালগঞ্জের জাল্লাবাজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানা পুলিশের এসআই পংকজ ঘোষ। নিহত শাহীনুর জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে।
জানা যায়, সকালে অটোবাইক চড়ে কজন নির্মাণ শ্রমিক সড়কে ঢালাইয়ের কাজে যাওয়ার পথে জাল্লাবাজ ভাঙ্গা রাস্তায় অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পথচারীদের সহযোগীতায় শ্রমিকদের উদ্ধার করলে ঘটনাস্থলে অপর নির্মাণ শ্রমিক শাহীনূর মারা যান।
গুরুতর আহত তুলা মিয়া (৫৬) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান।
জামালগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই পংকজ ঘোষ বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ছুরতহাল রির্পোট শেষে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি