সব
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী।
জানা যায়, গত এক মাস ধরে গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের অপসারণ নিয়ে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা । শিক্ষকদের মধ্যে কয়েকবার বিক্ষোভও হয় এবং তারা ক্লাস বর্জন করেন। প্রধান শিক্ষক অপসারণ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তও চলছে।
রোববার দুপুরে প্রধান শিক্ষকের পক্ষে ও বিপক্ষে থাকা দুই পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এসময় ৪০ জন আহত হন। তাদের মধ্যে ৩০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, প্রধান শিক্ষককে অপসারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় এখনো কোনো আসামীকে আটক করা হয়নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি