পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ৮ জুন ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৬ মাস আগে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নে পানিতে ডুবে দুই বছরের ফাবিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) সকাল ১১ টার দিকে সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফাবিয়া আক্তার লামাসানিয়া গ্রামের জামাল উদ্দিনে মেয়ে।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফাবিয়া তার নিজ বসতবাড়ি সংলগ্ন উঠানে খেলাধুলা করেছিল। এক পর্যায়ে শিশুটির খোঁজ হলে বাড়িতে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরে তাদের বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি