দোয়ারাবাজারে ট্রাক চাপায় শিশু নিহত

দোয়ারাবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ৩:২৫ অপরাহ্ণ | আপডেট: ৯ মাস আগে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুরবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামিম (০৪) মহব্বতপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত রামিম রাস্তার পাশে বাড়ির আঙিনায় খেলছিল।
এ সময় তার মা পাশে বসা ছিলেন। রাস্থার পাশে থাকা একটি ট্রাক ব্রেক ফেইল করে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়ি চালক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি