রফিকুল ইসলাম মাদানীর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

তাহিরপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১০ মাস আগে

বহুল আলোচিত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর আগমনে পুলিশের বাধাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

পুলিশের কাজে বাধা প্রদান, হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা এ মামলায় ১২ জনের নাম উল্লেখসহ আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন।

এদিকে এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে । তাদের মধ্যে ঘটনার রাতে তিনজনকে ও পরে দিনে আরো দুইজনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছিল।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম টিলা গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. মোজাম্মেল হক, খাসতাল গ্রামের তাবারক আলীর ছেলে রায়হান আহমেদ, পৈলনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বশির আহমেদ ও নাসির মিয়া এবং বাদাঘাট বাজারের আবুল বাশারের ছেলে মোশারফ হোসেন।

প্রসঙ্গত, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সোমবার রাতে বহুল আলোচিত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর আগমনে পুলিশের বাধা ও ওয়াজ করতে না দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে মাহফিলে আগত লোকজন। একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতার একটি অংশ স্থানীয় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাংচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় অন্তত ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি